Preview This Course

এ আর মোল্লা একাডেমি অনলাইন প্লাটফর্মে ক্যারিয়ার নিশ্চিত করতে আপনার বিশ্বস্ত সহযোগী

  • 37+ Students
  • 15h 20min
  • 4.9 Reviews

নিশ্চয় আপনি অনলাইনে কাজ করে টাকা আয় করার জন্য উপায় খুজছেন? কিন্তু কি কাজ করবেন কিভাবে করবেন সে বিষয়ে কোন আইডিয়া নেই? চিন্তা করবে ন!! অনলাইন মার্কেটিং জগতে আপনার নির্ভরযোগ্য এবং সফল ক্যারিয়ার গড়ে তুলতে এ আর মোল্লা একাডেমি কিছু কোর্স প্রদান করছে যার মাধ্যেমে আপনি নিজেকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন খুব সহজেই।  বিশস্ত এ আর মোল্লা একাডেমি থেকে শিখতে পারবেন এডভান্সব্লগিং, এডভান্সএসইও এবং প্রোফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার সহজ ও সঠিক গাইডলাইন।

4.9 (15 ratings)

এই কোর্স থেকে কি কি বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন?

এ আর মোল্লা একাডেমি আপনাকে একটি কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর কোর্স প্রদান করবে। তাই আলাদা আলাদা কোর্স করে টাকা নষ্ট করার কোন মানেই নেই যেখানে একটি কোর্সের মাধ্যমে এতগুলো বিষয়ে এক্সপার্ট হতে পারবেন। এছাড়াও ভবিষ্যতের সব কোর্সতো ফ্রিতে পাচ্ছেনই। তাই আজই জয়েন করে ফেলুন আমাদের একাডেমিতে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই নিজেকে সফল ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলুন। কোর্স সংক্রান্ত যেকোন সমস্যায় ইমেইল করতে পারেন এখানেঃ imarmullah@gmail.com অথবা কল করুনঃ +880 1819 061828

আমাদের কোর্স সমূহ নিচে আলোচনা করা হলো

অ্যাডভান্সড এসইও কোর্সঃ

বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্যারিয়ার গড়ে তুলতে এবং কিছুটা উন্নত এসইও দক্ষতা সহ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান এর উপর বিশেষজ্ঞ হতে চাইলে আমাদের অ্যাডভান্সড এসইও কোর্স এর কোন বিকল্প নেই। এ আর মোল্লা একাডেমি উন্নত এসইও কোর্সের মাধ্যমে আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশানে বিশেষজ্ঞ হওয়ার নিশ্চয়তা প্রদান করছে। বাংলাদেশের সেরা এসইও বিশেষজ্ঞদের আমি একজন। আর তাই আমি সবথেকে আপডেটেড এসইও কৌশলের সাথে এই কোর্সটি ডিজাইন করেছি যাতে কোর্সটি শেষ করার পর আপনি আপনার লক্ষে এগিয়ে যেতে যথেষ্ট আত্মবিশ্বাসী হন। এই কোর্সটি শেষ করে আপনি গুগল অ্যালগরিদমগুলি কীভাবে কাজ করে সে সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবেন। আমার এত বছরের সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে একজন উন্নত এসইও বিশেষজ্ঞ হিসেবে তৈরি করতে আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যাডভান্সড ব্লগিং কোর্সঃ

আমরা আপনাকে ব্যতিক্রমধর্মী ব্লগিং কোর্স প্রদান করতে অঙ্গীকারবদ্ধ। এই কোর্সটির মাধ্যমে আপনি আপনার ব্লগটিকে আরো উন্নত ও আলাদা করে তুলতে সক্ষম হবেন। আমাদের এই কোর্সটি আপনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে সাহায্য করবে যাতে আপনি সঠিক শ্রোতাদের জন্য সঠিক টোন সনাক্ত করতে পারেন। আপনার ব্লগের থিমকে  সর্বোত্তমভাবে পরিচালনা করতে, সার্চ ইঞ্জিনের র‍্যাংকিং নিশ্চিত করতে, সোশ্যাল মিডিয়াতে আপনার পজিশন উন্নত করতে এবং আপনার সাইটে ট্রাফিক বাড়াতে আমাদের এই কোর্সটি অন্য সকলের চেয়ে আলাদা। এই কোর্সটি শেষ করার পর আপনি আপনার ব্লগ নগদীকরণ শুরু করতে পুরোপুরিভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তাই আর দেরি না করে এক্ষুনি এই কোর্সটির জন্যে সাইন আপ করুন এবং আপনাকে সঠিক গাইডলাইন প্রদান করতে আমাকে সুযোগ দিন।

প্রফেশনাল ফ্রিল্যান্সিং কোর্সঃ

এ আর মোল্লা একাডেমির লক্ষ হচ্ছে আপনাদের সঠিক গাইডলাইন প্রদান করা যাতে করে আপনারা কোনরকম বিনিয়োগ ছাড়াই অনলাইনে অর্থ উপার্জন করতে শিখতে পারেন।  এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারকে সমর্থন করতে পারেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমি আমাদের কোর্সে যোগ করেছি প্রফেশনাল ফ্রিল্যান্সিং কোর্স। এই কোর্সটি করার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং জগতে নিজেই নিজের বস হতে পারবেন এবং স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবেন। সর্বোপরি আমরা আপনাকে একজন ভালো এবং দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে সমস্ত রকম গাইডলাইন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের কোর্সের বিশেষত্ব

কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স

আমরা আপনাকে একটি কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অফার করছি যার মাধ্যমে আপনি জিরো থেকে একজন এক্সপার্ট ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

আনলিমিটেড সাপোর্ট

এই কোর্স চলাকালীন সময়ে ২৪ ঘন্টা আমরা আমাদের স্টুডেন্টদের যেকোন ধরনের সাপোর্ট দিয়ে থাকি। এই সময়ে আমরা আপনাদের যেকোন ধরনের প্রশ্ন ও এর উত্তর দিতে সর্বদা প্রস্তুত।

স্পেশাল ইন্টারভিউ প্রিপারেশন গ্রুপ

আমাদের টিম জানপ্রান দিয়ে সিরিয়াসভাবে তোমাদের প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা সময় দিয়ে প্রতিটি কোর্স করাবে। এবং আলাদা আলাদা গ্রুপে গ্রুপে এই সব শিখানো হবে।

জব প্লেসমেন্ট কোচ

যারা আমাদের এই কোর্সগুলো ঠিকঠাক মতো শেষ করবে তারা SCIC তে সুযোগ পাবে। এবং এটা সম্পূর্ণ শেষ করার পর যারা আরো ৪ থেকে ৬ সপ্তাহ লেগে থাকবে তারা জব প্লেসমেন্ট এর সুযোগ পাবে।

লাইভ কনচেপচুয়াল সেশন

কোর্স করার সময় দুই-একটা কনসেপ্ট প্রথম ধাক্কায় সবার কাছে ক্লিয়ার নাও হতে পারে। আর এইটা খুবই স্বাভাবিক। তাই এইটা নিয়ে আমরা লাইভ কনচেপচুয়াল সেশনে শিখাবো।

Advance ক্রাশ কোর্স (ACC)

প্রোগ্রামিং হিরোতে তুমি শুধুমাত্র একটা কোর্স এ এনরোল করতেছো না। বরং লাইফ লং ওয়েব ডেভেলপমেন্ট শেখার মিশনে এগিয়ে যাচ্ছ।

অফলাইন ভিডিও দেখার সুযোগ

তোমার ব্রডব্যান্ড নাই! মোবাইল ডাটা বা এমবি কিনে ভিডিও দেখতে হয়? একই ভিডিও বারবার দেখার জন্য যেন ইন্টারনেট না ইউজ না করতে হয় তাই আমরা দিচ্ছি অফলাইন ভিডিও দেখার সুযোগ।

ইন্টারন্যাশনাল জব প্লেসমেন্ট

গ্লোবালাইজেশন এর যুগে তোমার জব প্লেসমেন্ট এর টার্গেট কেন শুধু বাংলাদেশ কেন্দ্রিক হবে? বরং দুনিয়ার যেকোন প্রান্তে তোমাকে জব প্লেসমেন্ট করার সুযোগ দিচ্ছি আমরা।

Course Features
  • 14.5 hours on-demand video
  • 166 articles
  • 290 downloadable resources
  • Full lifetime access
  • Access on mobile and TV
  • Certificate of Completion
Get Started

What you’ll learn

  • Advanced Affiliate Marketing
  • Advanced SEO (Search Engine Optimization)
  • Content Writing (SEO Friendly Guideline)
  • Advance Blogging (Including Google Adsense, Affiliate And Other Earning Ways)

কোর্সটি যেভাবে পরিচালিত হয়

অনটাইম নোটিফিকেশন

প্রতিদিন রাত ১০.০০ টা সময় (বাংলাদেশ সময়) একটা মডিউল রিলিজ দেয়া হবে। তোমার কাজ হবে ২৪ ঘন্টার মধ্যে সবগুলো ভিডিও দেখে শেষ করে ফেলা। মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টার মতো ভিডিও থাকবে।

অলটাইম সাপোর্ট

তবে শুধুমাত্র ভিডিও দেখে গেলে কাজ হবে না। ভিডিও এর কোন টপিক বুঝতে না পারলে গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে আরো অন্য টিউটোরিয়াল দেখতে হবে। প্রত্যেক ভিডিও শেষে একাধিক প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা যেকোন সময় দিতে প্রস্তুত।

এক্সট্রা সাপোর্ট

কোথাও না বুঝলে বা আটকে গেলে। আমাদের ফেইসবুক গ্রুপে প্রশ্ন করতে পারবে। তোমার যেকোন প্রশ্নের উত্তর কোর্স চলাকালীন সময়ে ২৪ ঘন্টার মধ্যে উত্তর দেয়া হবে।

অনটাইম কোর্স

কোর্সটি এক টানা বারো সপ্তাহ ধরে চলবে। এই সময়ের মধ্যে তোমাকে ডেডিকেটেডভাবে সব কিছু টাইম মতো শিখতে হবে। এর বাইরে কোন প্রকার গ্যাপ বা বাড়তি সময় দেয়া হবে না।

কোন প্রকার ফি ছাড়াই SCIC

যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেডিকেটেডভাবে লেগে থেকে কোর্স শেষ করবে এবং এসাইনমেন্ট সঠিক সময়ে সাবমিট করবে তাদেকে SCIC এর জন্য সিলেক্ট করা হবে। SCIC এর জন্য হার্ডওয়ার্ক ছাড়া আলাদা কোন ফি নেই।

প্রি-রেকর্ডেড কোর্স

আমাদের কোর্স প্রি-রেকর্ডেড (ভিডিও আগে থেকে রেকর্ড করা থাকবে)। অর্থাৎ লাইভ ক্লাস হবে না। তাই রাত ১০.০০ এর পরে যেকোন সময়ের মধ্যে ভিডিও দেখে নিলেই চলবে। প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘন্টা সময় দিতে হবে। তবে মিনিমাম ৪ থেকে ৬ ঘন্টা সময় দিতেই হবে।

অনটাইম এসাইনমেন্ট

পাঁচ ছয়টা মডিউল এর পরে যখন এসাইনমেন্ট থাকবে তখন এসাইনমেন্ট এর সাইজ অনুসারে তোমাকে এক দিন, দুই দিন বা তিন দিন সময় দেয়া হবে। এসাইনমেন্ট সঠিক সময়ে জমা দিলে ৬০ মার্কস। একদিন দেরি করলে ৫০ মার্কস। তার চাইতেও বেশি সময় নিলে ৩০ মার্কস।

এক্সট্রা মডিউল

দরকার হলে মাঝে মধ্যে ফেইসবুক গ্রুপে লাইভে এসে প্রশ্নের উত্তর বা কনসেপ্ট ব্যাখ্যা করা হবে। প্রয়োজনে কোর্সের মধ্যে নতুন মডিউল যোগ করা হবে। যাতে তুমি এই একটা মাত্র কোর্স থেকে পরিপূর্ন ওয়েব ডেভেলপার হয়ে উঠো।

কিভাবে এই একাডেমী ভিন্ন

  • আমাদের কোর্সগুলো কোন প্রকার সিডি আকারে পাবেন না যা আজকাল সবাই করছে। আমাদের কাছে আপনি একটি সদস্যপদ ওয়েব সাইটের অ্যাক্সেস পাবেন যেখানে আমি নিয়মিত আপডেটেড বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল প্রকাশ করি যাতে আপনি সবসময় আপডেট থাকেন। বিশেষ করে এসইও শিল্প ক্রমাগত পরিবর্তন হয়। তাই এগুলো সম্পর্কে সকল আপডেট নিউজ আপনি সাথেই সাথেই পাবেন।
  • আপনি আমাদের গোপন ফোরাম এবং সদস্যপদ সাইটের মাধ্যমে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। আপনাকে এসইও এর সবরকম ট্রেন্ড শিখাতে আমি সর্বদা নতুন নতুন বিষয়ের সাথে আপনাকে আপডেট রাখবো।
  • আমাদের সাইট থেকে বিনামূল্যে আপনি বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল পাবেন। এর কারন হচ্ছে আপনি যদি এই টিউটোরিয়ালগুলি অনুসরণ করে আপনার যাত্রা শুরু করেন তাহলে পূর্ব ধারনা থাকার কারনে আপনি খুব সহজেই সবকিছু নিজেও আয়ত্তে নিতে পারবেন। এছাড়া আমি আরো কিছু টিউটোরিয়াল শেয়ার করব যেগুলো আমার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাওয়া যেগুলো আমি কোথাও শেয়ার করিনা।
  • এ আর মোল্লা একাডেমি হচ্ছে আমার ব্যক্তিগত ও সবচেয়ে এক্সক্লুসিভ কোর্স যার তুলনা অন্য কারো সাথে চলেনা।
  • আমাদের এই কোর্স মডিউলটি একদম প্রাথমিক স্তর থেকে উন্নত স্তরে শুরু করার জন্যে ডিজাইন করা হয়েছে।
  • আমি আমার কাছ থেকে কিছু আপডেটেড ও উন্নত টোলস পাবেন যা আমি আমার ব্যক্তিগত রিসারসের কাজে ব্যবহার করেছি।
  • এছাড়াও অন্যান্য প্রিমিয়াম ভিডিও, ইবুক, রিসোর্স এবং টুলস আপনি পাবেন বিনামূল্যে।
  • আমার গোপন এসইও ফোরামে লাইফটাইম অ্যাক্সেস পাবেন। সেইসাথে সদস্যপদ সাইট থেকে আপনি অন্যান্য এসইও বিশেষজ্ঞদের কাছ থেকে খুব সহজেই শিখতে পারবেন।
  • এই প্রিমিয়াম এসইও প্রশিক্ষনে, আমি আপনাকে দেখাবো কিভাবে স্ক্যাচ থেকে একটি ওয়েবসাইট তৈরি শুরু করতে হয়, কীওয়ার্ড খুঁজে বের করতে হয়, বিষয়বস্তু লিখতে হয়, লিঙ্ক তৈরি করতে হয় এবং সাইট ও জিইকে র‌্যাঙ্ক করতে হয়।
  • আমি বাংলাদেশে একচেটিয়াভাবে কর্পোরেটভাবে এসইও প্রশিক্ষণ প্রদান করি। সুতরাং, আপনি অত্যন্ত বড় বড় ওয়েবসাইটগুলির ইকো-সিস্টেম এবং সেখানে SEO কীভাবে কাজ করে তাও শিখতে পারবেন।
  • আপনি আপনার সফল ও নিশ্চিত ক্যারিয়ার গড়তে নিজেকে অনেকটাই আত্নবিশ্বাসী করে তুলতে পারবেন। এবং জানতে পারবেন ক্যারিয়ার গড়তে ফ্রিল্যান্স-আউটসোর্সিং মার্কেটপ্লেসের বাইরে SEO ক্লায়েন্ট পেতে হয়!
  • আমাদের সদস্যপদ সাইটটি ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে সবকিছু শিখতে পারে। এখানে সবকিছু সাজানো গুছানো তাই এখান থেকে শুরু করা খুবই সহজ।

বাংলাদেশে অনলাইন এসইও প্রশিক্ষণ চালু করার কারণ

এ আর মোল্লা একাডেমি এই পেইড অনলাইন ট্রেনিং অফার করেছে কারণ, আমরা অনুভব করেতে পেরেছি যে স্থানীয় বাংলাদেশী ছেলে-মেয়েদের আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসইও-এর আরও পদ্ধতিগত, উন্নত এবং ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর বাজার বুলশিট সিডি এবং বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে পরিপূর্ণ যেগুলি আপনার সামগ্রিক এসইও শেখার ক্ষেত্রে কোনও প্রকার  আসল মাত্রা যোগ করতে পারেনা এবং আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও আপনাকে খুব বেশি সাহায্য করতে পারেনা। তাই আপনি যদি আমার এই প্রিমিয়াম সাইটের সদস্য হন তাহলে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন।

আমি এসইও এর বিভিন্ন সেক্টরে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন  করেছি যেগুলো আমি আপনাকে শিখাতে প্রস্তুত।  কীভাবে গুগল একটি সাইটকে র‍্যাঙ্ক করে, কীওয়ার্ড নিয়ে গবেষণা করতে হয়, কীভাবে আপনার গবেষণা করা কীওয়ার্ড দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এই সব কিছুই আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন। এছাড়া কীভাবে অন পেজ এসইওকে পুরোপুরি টুইক করতে হয়, কীভাবে Google পছন্দ করে এমন লিঙ্কগুলি তৈরি করতে হয় এবং তারপরে কীভাবে অর্থ উপার্জনের জন্য আপনার ওয়েবসাইট ব্যবহার করতে হয় এই সব বিষয়ে আপনাকে এক্সপার্ট করতে আমরা প্রস্তুত।

আমি আরও আপডেটেড ট্রিক্স এবং অনেক উন্নত তথ্য সহ অনেক ট্রেন্ডি এবং ব্যবহারিক ভিডিও তৈরি করেছি, যা আমি কোথাও শেয়ার করিনা৷ এবং এই ভিডিওগুলি তৈরি করতে আমার নিজস্ব অনুপ্রেরণা ছিলো। তাই অতিরিক্ত সময়, গবেষণা, বোঝাপড়া থাকা সত্তেও আমি সব আপনাদের জন্যেই রেডি করেছি। তাছাড়া, ব্যক্তিগতভাবে ভবিষ্যতে বাংলাদেশের ছেলে মেয়েদের তাদের নিজস্ব প্রকল্পে সাহায্য করার পরিকল্পনা আমার আছে।

কে আপনাকে শিক্ষা দেবে এবং সমর্থন করবে? কেন আপনি আমার কাছ থেকে শিখবেন

আমি, এ আর মোল্লা, এই প্রিমিয়াম এসইও ট্রেনিং এবং ব্লগিং ভিডিওগুলো বাংলায় তৈরি করেছি। আপনি যখন আপনার নিজস্ব ওয়েবসাইট/ব্লগ তৈরি করতে বা Google-এ একটি সাইট র‌্যাঙ্ক করতে সমস্যায় পড়বেন তখন আপনাকে সমর্থন করার জন্য আমি সর্বদা প্রস্তুত।

আমার এই কোর্সটি অন্যান্য কোর্স বা এসইও ডিভিডি/সিডি থেকে সম্পূর্ণ আলাদা।

আপনি আমার ফেসবুকের সিক্রেট গ্রুপ (আমাদের প্রধান সমর্থন চ্যানেল), স্কাইপ, মোবাইল ইত্যাদির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এমনকি ঢাকায় আমার অফিসে এসে সরাসরি আমার সাথে দেখা করতে পারেন! আমি আমার ক্লাইন্টদেরকে সর্বোপরি সাপোর্ট দিতে খুবই পছন্দ করি এবং আপনি যদি আমার ফ্রি এফবি গ্রুপ ভিজিট করেন এবং এই সাইটে কিছু বিনামূল্যের এসইও টিউটোরিয়াল চেক করেন থাকেন তবে আপনি এই সত্যটি সম্পর্কে জানতে পারবেন।

আমি সত্যিই বাংলাদেশ ও ভারত থেকে এবং অন্য যেকোন দেশের মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের এই বিশাল অনলাইন প্লাটফর্মে সফল হতে দেখতে চাই। আমার ছাত্রের সাফল্যই আমার সাফল্য এবং এটিই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই কোর্সের মাধ্যমে সর্বোত্তম সাফল্যের হার অর্জন করা নিশ্চিত করতে আমি প্রতিশ্রতিবদ্ধ।

কোর্স শেষে লাইফ টাইম সাপোর্ট

ফ্রিল্যান্সিং শুরু করা থেকে সফল হওয়া পর্যন্ত সঠিক গাইডলাইন পাবেন। কোর্স শেষ করে আপনি যতদিন না কাজ পাচ্ছেন ততদিন আপনাকে এক্সপার্ট ফ্রিলান্সার দ্বারা গাইড করা হবে।

আকর্ষনীয় প্রোফাইল তৈরী

বিভিন্ন মার্কেটপ্লেসে নিজের আকর্ষনীয় প্রোফাইল তৈরী এবং কাজ পাবার পদ্ধতি সম্পর্কে বিভিন্ন উপায় সম্পর্কে আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া হবে।

উপার্জনের জন্য স্বাধীন পথ তৈরী

ফ্রিল্যান্সিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিলগুলো সম্পর্কে জানতে পারবেন এবং নিজের অর্থ উপার্জনের জন্য স্বাধীন পথ তৈরী করতে পারবেন।

এই কোর্স সম্পর্কে কোন প্রশ্ন? (FAQ)

নিচে কিছু মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া আছে। এগুলি ছাড়া, আপনার কাছে কি অন্য কোন প্রশ্ন আছে? কল করুন: +8801819 061828

ফ্র্রিল্যান্সিং করতে হলে আপনাকে আইটির যেকোন একটি বিষয়ে দক্ষ হতে হবে । যেমন – ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও , এফিলিয়েট মার্কেটিং, ইত্যাদি। এসব বিষয়ের যেকোন একটিতে দক্ষ হলে আপনি ফ্র্রিল্যান্সিং করতে পারবেন আর এসব বিষয়ে দক্ষতা না থাকলে প্রথমে যেকোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জনের পর ফ্রিল্যান্সিং করতে পারবেন।

এটি নির্ভর করে আপনার দক্ষতার উপর, আপনি কোন একটি বিষয়ে বেশী দক্ষ হলে বেশী আয় করতে পারবেন। তবে আমরা দেখেছি যে মাসে কমপক্ষে ২০০০০ টাকা আয় করা যায় আবার কেউ মাসে ৫ লক্ষের ও অধিক আয় করতে পারে । পুরোটাই নির্ভর করে কাজ এবং যোগাযোগে দক্ষতার উপর।

অধিকাংশই পারেন। যারা আমাদের ইন্সট্রাকশন অনুযায়ী চলেন, প্রচুর পরিশ্রম করেন, শেখার পেছনে প্রচুর সময় দেন এবং ডেডিকেটেড থাকেন, আমাদের দেয়া গাইডলাইন অনুযায়ী চলেন, তারা সবাই পারেন এবং ভালভাবেই পারেন। আর যতক্ষন ফ্রিল্যান্সিং কাজ না পাবেন ততক্ষন পর্যন্ত কাজ পাওয়ার জন্য আমরা  সাপোর্ট দেই।

হ্যাঁ যায়, তবে এজন্য আপনাকে কমপক্ষে ছয় মাস শেখার পিছনে সময় দিতে হবে।

প্রশংসাপত্র

ছাত্ররা কি বলছে

এই কোর্স সম্পর্কে আমাদের ছাত্রদের মতামত

“কোর্সটি চমৎকার!!! এসইও সঠিকভাবে করার ক্ষেত্রে, এটি সর্বদা একটি রহস্য ছিল! এই কোর্সটি আমার জন্য সবকিছু ভেঙে দেয় এবং আমার ডেটা সঠিকভাবে ক্যাপচার করা হয়েছে তা নিশ্চিত করার জন্য আমাকে ওয়ার্কশীট দেয়। আমি দৃঢ়ভাবে ইন্টারনেট মার্কেটিং এ আগ্রহী সবাইকে এই কোর্সটি করার পরামর্শ দিই!”
Sakibul Islam
SEO Expert
“চমৎকার শিক্ষক এবং একটি চমৎকার কোর্স! এই কোর্সটি এসইও এর মৌলিক বিষয়, এর গঠন এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় তা কভার করে। এটি প্রাচীন বিষয়গুলি ব্যাখ্যা করে তা সত্ত্বেও, নতুন উপায়ে একত্রিত করে পরিচালনা করেন। আপনি এই কোর্সটি শেষ করার পরে SEO এর মেকানিক্স এবং কীভাবে সেগুলি প্রয়োগ করবেন তা বুঝতে পারবেন।”
Arifur Rahman
Affiliate Marketer
“এই কোর্সটি সত্যিই একটি অসাধারণ কোর্স, প্রত্যেকেরই কিছু না কিছু শিখার আছে। আমি মনে করি এই কোর্সটি করে একজন ব্যক্তি তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভালোভাবে শুরু করতে পারবে।”
Rakib Hasan
Blogger
“আমি একটি চমৎকার প্রোগ্রামের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি 13 বছরেরও বেশি দক্ষতার সাথে একজন ওয়েব ডেভেলপার। আমি স্থানীয় এসইও পরিষেবাগুলি সম্পর্কে শিখে আমার দিগন্তকে প্রসারিত করতে চাই৷ এটি অবিশ্বাস্যভাবে শিক্ষণীয় ছিল, এবং কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে যা বোঝা এবং বৃদ্ধি করা সহজ করে তোলে। তারা প্রতিটি বিষয়ে স্পষ্ট বুলেট পয়েন্ট প্রদান করে। চমৎকার প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।”
Nasir Uddin
Entrepreneur

Let’s Start To Build Your Online Journey

We help to build your online career. After completing this course you will be a good online professional globally.